ফিনল্যান্ডের নির্বাচন

ক্ষমতাসীনদের হারিয়ে ডানপন্থিদের জয়

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ১২:৪৭ পিএম
ক্ষমতাসীনদের হারিয়ে ডানপন্থিদের জয়

ঢাকা:  ফিনল্যান্ডে জাতীয় নির্বাচনে হেরে গেলেন সোশ্যাল ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী সান্না মারিন। সোশ্যাল ডেমোক্র্যাট দলের এ নেত্রী মাত্র ৩৪ বছরে প্রধানমন্ত্রী হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। খবর বিবিসির। 

রোববার সব ভোট গণনার পর দেখা যায়, মধ্যডানপন্থি ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) ২০ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে শীর্ষে আছে। তাদের পরেই ২০ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডানপন্থি জনপ্রিয়তাবাদী দল ফিনস পার্টি। প্রধানমন্ত্রী মারিনের মধ্যবামপন্থি দল ১৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছে।

নির্বাচনে অংশ নেওয়া ২২টি দলের মধ্যে শীর্ষে থাকা তিনটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এ তিনটি দলের প্রত্যেকেই প্রায় ২০ শতাংশের মতো ভোট পেলেও কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো জনসমর্থন পায়নি। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনের ফলাফল অনুযায়ী পার্লামেন্টের ২০০ আসনের মধ্যে ব্যবসাবান্ধব এনসিপি ৪৮টি, তাদের ঠিক পেছনেই থাকা ফিনস ৪৬টি এবং সোশ্যাল ডেমোক্র্যাটরা ৪৩টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।  

ফলাফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এনসিপির নেতা পেত্রি ওরপো বলেন, “আমরা সবচেয়ে বড় জনসমর্থন পেয়েছি।”তিনি ফিনল্যান্ড ও এর অর্থনীতিকে ‘ঠিক করার’ প্রতিশ্রুতি দিয়েছেন।   
 
সোনালীনিউজ/এআর

Link copied!