মার্কিন স্পিকারের সঙ্গে বৈঠক তাইওয়ানের প্রেসিডেন্টের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০১:১১ পিএম
মার্কিন স্পিকারের সঙ্গে বৈঠক তাইওয়ানের প্রেসিডেন্টের

ঢাকা : চীনের অব্যাহত হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

বুধবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এ বৈঠক হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এর মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর প্রথম কোনো শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মাটিতে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন।

বৈঠকে ম্যাকার্থি তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘আমেরিকার অন্যতম বন্ধু’ বলে উল্লেখ করেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ম্যাকার্থি বলেন, তাইওয়ানকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে তাঁকে স্বাগত জানানোয় ম্যাকার্থিকে ধন্যবাদ জানিয়ে সাই ইং–ওয়েন বলেন, ‘আমরা যখন একসঙ্গে থাকি তখন আমরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠি।’

লাতিন আমেরিকার দুই দেশ সফর শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতিতে ম্যাকার্থির সঙ্গে দেখা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট।

এদিকে এই বৈঠককে ঘিরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরি মোতায়েন করেছে চীন। বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, তাইওয়ানের পূর্ব উপকূল থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে চীনের বিমানবাহী রণতরি।

দূর থেকে চীনের রণতরিগুলো তাইওয়ানের যুদ্ধজাহাজ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!