ঢাকা : প্রবল শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মাওয়ার’। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে ধারণা করা হচ্ছে একে।
স্থানীয় সময় বুধবার বিকেলে (২৪ মে) যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গুয়ামের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এরই মধ্যে চতুর্থ ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মাওয়ার’। সাধারণত যখন কোনো ঘূর্ণিঝড় ঘণ্টায় ২০৯ থেকে ২৫১ কিলোমিটার বেগে অগ্রসর হয়, তখন তাকে চতুর্থ ক্যাটাগরির ঘূর্ণিঝড় বলা হয়।
আবহাওয়াবিদরা আগেই সতর্ক করেছিলেন যে এই ঘূর্ণিঝড় ক্যাটাগরি পাঁচ এর সমান হতে পারে।
গুয়ামের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে গুয়ামের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ মাইল বেগে বাতাস বইতে শুরু করে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে ধারণা আবহাওয়া অধিদপ্তরের।
গুয়ামের আবহাওয়াবিদ ব্রেন্ডন বাকুঁত বলেন, ‘ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থল অনেক বার পরিবর্তন হচ্ছে যার ফলে নির্দিষ্টভাবে কখন কোথায় আঘাত হানবে তা বলা কঠিন হয়ে পড়ছে।’
কর্তৃপক্ষ উপকূলীয় বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে এবং দ্বীপজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে জানিয়েছে। গুয়ামের জনসংখ্যা দেড় লাখের বেশি, যাদের মধ্যে অনেকেই উপকূলীয় বাসিন্দা।
এদিকে গুয়ামের পাশাপাশি আরেক দ্বীপ রোটায়ও ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :