ঢাকা : প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে ভারতের দক্ষিণাঞ্চলীয় হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এ ছাড়া ভূমিধসের কারণে নিখোঁজ রয়েছেন অনেকেই।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায় এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, গত দুইদিনের ভারী বৃষ্টিপাতে ভূমিধসের কারণে এখন পর্যন্ত রাজ্যজুড়ে শ’খানেক রাস্তা বন্ধ রয়েছে। ভারতের আবহাওয়া অফিস, রাজ্যের ১২টি জেলার মধ্যে নয়টিতে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি মঙ্গলবারের জন্য ইয়েলো এলার্ট জারি করেছে।
হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোলান, সিমলা, মান্ডি এবং হামিরপুরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হিসাবে ঘোষণা করেছেন।
ভারী বৃষ্টিপাত, ভূমিধস এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে হিমালয়ের প্রাদেশিক সরকার।
এ ছাড়া সিমলার সামার হিলে শিব বাউদি মন্দির ধসে পড়া স্থানে আবার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার থেকে এ স্থানে মোট ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার হিমাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টির ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক এলাকা। প্রবল বর্ষণে ভেসে যায় বাস, ট্রাক এবং গাড়ি। যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি এবং সেতুগুলি৷ ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কালকা-শিমলা রেলপথও। বন্ধ রয়েছে রেল চলাচল।
হিমাচলের সুকেতি নদীতে বেড়েছে পানির স্তর, প্লাবিত রয়েছে আশেপাশের এলাকা। এ ছাড়া কেদারনাথ যাত্রা আগামী ২ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় প্রদেশটির মুখ্যমন্ত্রী।
এমটিআই
আপনার মতামত লিখুন :