সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে কয়েকশ অভিবাসনপ্রত্যাশী নিহত: এইচআরডব্লিউ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০১:৫৮ পিএম
সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে কয়েকশ অভিবাসনপ্রত্যাশী নিহত: এইচআরডব্লিউ

ঢাকা : সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ইয়েমেন সীমান্তে কয়েকশ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ করে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টাকালে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান।

অভিবাসীরা জানান, গুলির আঘাতে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

এইচআরডব্লিউকে তারা জানান, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ ও সৈন্যরা অভিবাসনপ্রত্যাশীদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এছাড়া বিস্ফোরক অস্ত্র দিয়েও আঘাত করেছে।

সৌদি সরকার বলছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখছে। তবে হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত বা বড় আকারের ছিল- জাতিসংঘের এমন মতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি। এর আগেও পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল সৌদি আরব। সূত্র : বিবিসি।

এমটিআই

Link copied!