মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১০ কিউবান অভিবাসী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ১১:৫৫ এএম
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১০ কিউবান অভিবাসী নিহত

ঢাকা : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অভিবাসী। এ ছাড়া এ ঘটনায় আহত হন আরও ১৭ জন। হতাহতরা সবাই কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণ করছিলেন।

সোমবার (০২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে গাড়ি উল্টে কার্গো ট্রাকে লুকিয়ে থাকা অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি বলছে, দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানায়। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। অবশ্য একটি প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবাই নারী।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে।

এমটিআই

Link copied!