ঢাকা: বেলজিয়ামের ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা সুইডিস নাগরিক। এছাড়া একজন আহত হয়েছেন। সোমবার রাতে ব্রাসেলসের মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর-রয়টার্স
গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে গেছে। নিজেকে ইসলামিস্ট স্টেটের সদস্য হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে হামলাকারী এর দায় স্বীকার করেছে।
এ ঘটনায় বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি স্টেডিয়ামে বেলজিয়ামের সঙ্গে সুইডিশ জাতীয় দলের একটি ফুটবল ম্যাচ ছিল। নিহতরা সুইডিশ ফুটবল দলের ভক্ত ছিল বলে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানকার একটি স্টেশনে এক যুবককে বন্দুক দিয়ে গুলি ছুড়তে দেখা যায়।
এমএস
আপনার মতামত লিখুন :