ঢাকা : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না ব্রাজিল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শনিবার রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি।
সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা মিডল ইস্ট মনিটর।
বামপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যাদেরকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করবে কেবল তাদেরকেই সন্ত্রাসী মনে করে ব্রাজিল। আর হামাসকে এ পরিষদ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেনি।‘
তিনি আরও বলেন, হামাস গাজা উপত্যকার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জিতেছেও।
উল্লেখ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
প্রেসিডেন্ট লুলা সাংবাদিকদের বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের প্রধান চাওয়া হলো—গাজা উপত্যকায় যুদ্ধের সমাপ্তি। মনে হচ্ছে, নেতানিয়াহু ভুলে গেছেন, গাজায় শুধু হামাস সেনারাই নয়, নারী ও শিশুরাও আছেন। তারাই এ যুদ্ধের সবচেয়ে বেশি ভুক্তভোগী।
এছাড়া গাজায় আটকে থাকা ব্রাজিলের নাগরিকদের উদ্ধারের প্রতিশ্রুতি দেন লুলা। তিনি বলেন, আমরা একজন ব্রাজিলিয়ানকেও গাজা উপত্যকায় রাখব না। আমরা সবাইকে খুঁজে বের করব, কারণ এটাই ব্রাজিল সরকারের দায়িত্ব।
এর আগে চলতি সপ্তাহে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে স্বীকার না করার কারণ উল্লেখ করে একটি বিবৃতি দেয়। হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে ব্রাজিল সরকারের ওপর ক্রমশ পশ্চিমা চাপ বাড়ছে।
এমটিআই
আপনার মতামত লিখুন :