গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৯:২২ এএম
গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ইসরায়েলের বোমা হামলায় অন্তত ২৮ জনের প্রাণ গেছে। গাজা সিটিতে পৃথক দুটি হামলায় ১২ জন নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

অন্যদিকে, শুক্রবার সকালে বার্তাসংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে।  

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল-কারারা শহরের পূর্ব অংশে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।  

মধ্য গাজার মাগাজি ক্যাম্পের প্রবেশপথে আল-কুদস ওপেন ইউনিভার্সিটির কাছে ইসরায়েলি বাহিনী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে দুজন নিহত হন।

ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার গাজা সিটির দারাজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছিল, আল-শেখ পরিবারের বাড়িতে হামলায় নিহতদের মধ্যে অন্তত দুজন নারী রয়েছেন।  

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪১ হাজার ২৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৫৫১ জন।

আইএ

Link copied!