গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৮

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ১২:৫৬ পিএম
গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৮

ঢাকা : গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) ভোরে এ হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদটি বাস্তুচ্যুত লোকদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়ে ছিলেন।

এক এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেইর-এল-বালাহ এলাকায় সাহদা আল-আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে।

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার (৭ অক্টোবর)। এ হামলার জেরে ফিলিস্তিনের গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা।

এমটিআই

Link copied!