পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০২:৪৪ পিএম
পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

ঢাকা : চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের নোবেল পুরস্কার মৌসুম। চিকিৎসায় এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রস এবং গ্যারি রুভকুন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ অক্টোবর) ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম।

সুইডেনের রাজধানী স্টকহোম থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে তিনটায়) নোবেল কমিটি এ নাম ঘোষণা করবেন।

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামক ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এছাড়া এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা

গত বছরে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পান আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার। এই তিন নোবেলজয়ী বিজ্ঞানীরই গবেষণার বিষয় অভিন্ন- ইলেকট্রন গতিবিদ্যা।

গবেষণার মাধ্যমে আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন সৃষ্টিতে সফল হয়েছেন তারা। অতি অল্প সময়ের এই স্পন্দনের মাধ্যমে ইলেকট্রনের দ্রুত গতিবিধির ছবি তোলা সম্ভব।

নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।

এমটিআই

Link copied!