ঢাকা : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ বলে প্রশংসা করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হওয়ার পর এখন আর নিরাপদ নন বলেই মনে করেন পুতিন।
নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপর হামলার ঘটনাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে পুতিন বলেন, ‘ট্রাম্পকে আটকাতে তার ওপর বর্বরের মতো হামলা করা হয়েছে। একাধিকবার তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও হয়েছে। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন তিনি। তবে আমার মনে হয়, এখনও ট্রাম্পের প্রাণের ঝুঁকি রয়েছে।’
পুতিন ট্রাম্পকে ‘বুদ্ধিমান’ অভিহিত করে পুতিন বলেন, ‘আমেরিকার ইতিহাসে সে দেশের প্রেসিডেন্টের উপর হামলার অনেক নজির আছে। আমার মতে, ট্রাম্প যথেষ্ট বুদ্ধিমান। তিনি নিশ্চয় সব দিকে খেয়াল রাখবেন।’
গত জুলাই মাসে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে পেনসিলভেনিয়াতে গিয়ে আক্রান্ত হন ট্রাম্প। মঞ্চে তিনি যখন বক্তৃতা করছিলেন, তখন তাকে লক্ষ্য করে পর পর দুটি গুলি ছোড়া হয়। একটি লক্ষ্যভ্রষ্ট হয়। অপরটি তার কান ঘেঁষে বেরিয়ে যায়। শুধু জুলাইয়ে নয়, সেপ্টেম্বরেও তার উপর হামলার ছক কষা হয়েছিল। গলফ কোর্সে এক ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে রাইফেল তাক করেছিল। কিন্তু নিরাপত্তাকর্মীদের তৎপরতায় সেটি বানচাল হয়। দু’বার আততায়ীরা ব্যর্থ হলেও প্রাণের ঝুঁকি থেকেই যাচ্ছে ট্রাম্পের, এমনই মত পুতিনের।
রাশিয়ার প্রেসিডেন্টের কথায় উঠে এসেছে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গও। তিনি স্পষ্ট জানান, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজি। পুতিন মনে করেন, যুদ্ধ থামাতে ট্রাম্প হয়তো কোনও উপায় বের করবেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :