ঢাকা: ভারতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কলকাতার বিধান নগর কমিশনারেট ও মেঘলায় পুলিশের যৌথ বাহিনী। রোববার (৮ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাদের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা সবাই বাংলাদেশের সিলেটের স্থানীয় আওয়ামী লীগ নেতা। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও সদস্য ইলিয়াস হোসেন জুয়েল।
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও দুইজন আওয়ামী লীগ নেতা পলাতক রয়েছেন। তারা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু।
শিলং পুলিশ জানায়, বাংলাদেশের সিলেট থেকে পালিয়ে শিলংয়ে এসে আশ্রয় নিয়েছিলেন ওই ছয় আওয়ামী লীগ নেতা।সেখানে যে বাসায় তারা অবস্থান করছিলেন, সেখানেই এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ ঘটনায় ওই ৬ জনকে আসামি করে শিলং থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হলেও এখনও দুইজন পলাতক রয়েছেন।
শিলং পুলিশ আরও জানায়, কলকাতার ওই ফ্ল্যাট থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিলো শিলং পুলিশ। পরে সেখানে অবস্থানরত একাধিক আওয়ামী লীগ নেতা তাদের ছাড়াতে তদবির করেন। এরপর মামলার এজাহারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়।
এসএস
আপনার মতামত লিখুন :