ঢাকা : ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কনে বেজোসের দীর্ঘদিনের বান্ধবী লেখক-সাংবাদিক-উপস্থাপক লরেন সানচেজ। বেজোস ও সানচেজের আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা)। এমনটাই দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে সেই সমস্ত দাবি যে পুরোপুরি মিথ্যা বলে জানালেন জেফ বেজোস।
বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন এই মার্কিন ধনকুবের। এক্স বার্তায় তিনি বলেন, ‘পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি। আপনি যা পড়েছেন, তা মোটেও বিশ্বাস করবেন না, বিশেষ করে এটা আগের চেয়ে আজ আরও বেশি সত্য।’
প্রসঙ্গত, এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, আগামী ২৮ ডিসেম্বর নাকি বিয়ে সারবেন জেফ ও লরেন। আর তাতেই নাকি ওই বিপুল পরিমাণ খরচ করা হবে।
এই খবর বিশ্বাস করেননি আরেক মার্কিন ধনকুবের বিল অ্যাকম্যান। তিনি এই খবরে সংশয় প্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। জেফ বেজোসকে উদ্দেশ করে তাতে লিখেছেন - ‘এটা কিছুতেই সম্ভব নয়। যদি না আপনি আপনার প্রত্যেক অতিথিকে একটি করে বাড়ি কিনে দেন! তা না হলে আপনার পক্ষে এত অর্থ খরচ করা সম্ভব নয়।’
এই পোস্টের জবাবেই এক্স হ্যান্ডেলে জেফ লিখেছেন, 'উপরন্তু, এই পুরো বিষয়টাই ভুয়ো। এর কোনওটাই হবে না। আসলে কথাতেই তো বলে, 'যা আপনি পড়বেন, তার সবটা কখনও বিশ্বাস করবেন না' - এই প্রবাদ আগের তুলনায় আজকের দিনে আরও বেশি সত্যি। এখন তো সত্যিটা সামনে আসার আগেই মিথ্যার জাল ছড়িয়ে পড়ে। তাই আপনারা সকলেই সতর্ক থাকুন। কিছুতেই বোকা হবেন না।
বিষয়টি নিয়ে ভার্চুয়াল মাধ্যমে সরব হয়েছেন জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজও। তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে জেফের পোস্ট শেয়ার করেছেন এবং সঙ্গে স্পষ্টভাবে লিখেছেন - 'সত্যি নয়'।
প্রসঙ্গত, এই সংক্রান্ত প্রতিবেদন প্রথম যারা প্রকাশ করেছিল, সেই সংবাদমাধ্যমগুলোর তালিকায় যথেষ্ট হেভিওয়েটরা রয়েছে। যেমন - ডেইলি মেল এবং নিউ ইয়র্ক পোস্ট। তারা দাবি করেছিল, বান্ধবীকে বিয়ে করতে নাকি এলাহী আয়োজন করছেন জেফ বেজস। খরচ করতে চলেছেন বিপুল পরিমাণ অর্থ।
তাদের তরফ থেকে আরও দাবি করা হয়েছিল, কলোরাডোর অ্যাসপেনে বসবে সেই রাজকীয় বিয়ের আসর। যার থিম হবে - উইন্টার ওয়ান্ডারল্য়ান্ড!
ওই রিপোর্টেই বলা হয়, এই সেলেব কাপল নাকি তাদের বিয়ে উপলক্ষে বিখ্যাত ও দামি সুশি রেস্তোরাঁ মাৎসুহিসা 'বুক' করে রেখেছেন। সেখানেই নাকি থাকবে চোখ ধাঁধানো ভোজের ব্যবস্থা। এমনকী, এও বলা হয়, আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর - এই দুই দিনের জন্য ওই রেস্তোরাঁ ভাড়া করে রেখেছেন জেফ ও লরেন। সেখান প্রায় ১৮০ জন অতিথি উপস্থিত থাকবেন। তাদের মধ্যে অন্যতমরা হলেন - বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জর্ডানের রানি!
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে একে অপরকে ডেট করছেন জেফ ও লরেন। ২০১৯ সালের ১৪ জুলাই তারা প্রকাশ্যে সেকথা ঘোষণা করেন। তার ঠিক আগেই প্রথম স্ত্রী ম্যাকেনজি স্কটের সঙ্গে আইনি বিচ্ছেদ প্রক্রিয়া পাকা করেন জেফ বেজোস।
এমটিআই
আপনার মতামত লিখুন :