ঢাকা : দেশে সামরিক আইন জারির সময় সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক–ইওল। বিষয়টি নিয়ে দেশটির রাষ্ট্রীয় কৌঁসুলিদের দেওয়া ১০ পৃষ্ঠার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত শনিবার বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়েছে, ইউন সুক-ইওল ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারির পর রাজধানী সিউলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লি জিন–উকে বলেছিলেন, পার্লামেন্ট ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনে গুলি চালাতে পারবেন সেনাসদস্যরা।
লি জিন-উকে প্রেসিডেন্ট ইউন বলেন, ‘তোমরা কি এখনো ভেতরে যেতে পারোনি? তোমরা করছটা কী? দরজা ভেঙে ঢুকে তাদের (আইনপ্রণেতাদের) বের করে দাও। প্রয়োজন হলে গুলি চালাও।’
তবে সামরিক আইন জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করতে বাধ্য হন ইউন সুক–ইওল। এর জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হলে তাকে বরখাস্ত করা হয়।
এদিকে প্রেসিডেন্ট ইউনের পর গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকেও অভিশংসন করেন আইনপ্রণেতারা।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা পার্ক চ্যান দায়ে বলেন, ‘হান নিজেকে একজন ভারপ্রাপ্ত বিদ্রোহী হিসেবে প্রকাশ করেছেন, একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নয়।’
৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। যদিও জনগণের চাপের মুখে ছয় ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। তার এই পদক্ষেপের কারণে দেশটির জনগণ হতবাক হয়ে পড়ে। তার নিজ দলের মধ্যেও বিভক্তি তৈরি হয়।
এমটিআই
আপনার মতামত লিখুন :