জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৭:৪৮ পিএম
জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : হোয়াইট হাউজের ওভাল অফিসের বৈঠকে সংবাদমাধ্যমের সামনেই বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে একপর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। এমন ঘটনার পর জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার (১ মার্চ) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে রুবিও বলেন, ‘আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেনস্কির যে বৈঠক হয়েছে তা বিপর্যয়। জেলেনস্কির উচিত এমন বৈঠকের জন্য এবং আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া।’

জেলেনস্কির প্রসঙ্গে রুবিও বলেন, ‘ওখানে গিয়ে তার প্রতিপক্ষ হওয়ার কোনো দরকার ছিল না।’

গত ৩ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েক শ কোটি ডলারের অস্ত্র ও অর্থসহায়তা পেয়েছে ইউক্রেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট। জেলেনস্কির সমালোচনা করছেন ট্রাম্প। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করে আসছিলেন তিনি।

এমটিআই

Link copied!