ঢাকা : গাজার বিবদমান পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
শুক্রবার (২১ মার্চ) দেশ তিনটির পররাষ্ট্র মন্ত্রীদের এক যুক্ত বিবৃতিতে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে মানবিক সহায়তা ঢোকার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
আমরা ইসরায়েলের প্রতি পানি, বিদ্যুৎ সুবিধা পুনর্বহালসহ মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিক এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরের সুযোগ নিশ্চিত করুক, ই-থ্রি নামে পরিচিত ইউরোপীয় দেশ তিনটির পররাষ্ট্র মন্ত্রীদের বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গাজায় বেসামরিক হতাহতের ঘটনায় ‘স্তম্ভিত’ এ মন্ত্রীরা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতিও আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাত সামরিকভাবে সমাধান করা যাবে না। শান্তি প্রতিষ্ঠায় আস্থা রাখার মতো পথ হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি।
মন্ত্রীরা গাজায় জাতিসংঘের প্রকল্প পরিচালনা কার্যালয় (ইউএনওপিএস) ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত চেয়েছেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :