ঢাকা : মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই, রবিবার আরও এক শক্তিশালী ভূমিকম্প বিশ্বের আরও এক প্রান্তে।
রোববার (৩০ মার্চ) প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে আঘাত হেনেছে ৭.১ মাত্রার এক জোরালো ভূমিকম্প। দ্বীপরাষ্ট্র হওয়ায় ভূমিকম্পের পর আঘাত হানতে পারে সুনামিও। টোঙ্গা দ্বীপ জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় রয়টার্স।
মার্কিন জাতীয় ভূমিকম্প কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, টোঙ্গার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের নীচে। সাগরের নীচে ভূমিকম্প হলে সব সময়ই সুনামির আশঙ্কা থাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, স্থানীয় সময় ভোর দেড়টা নাগাদ ভূমিকম্পটি হয়। সেই সময় টোঙ্গার অধিকাংশ বাসিন্দা ঘুমাচ্ছিলেন। ভূমিকম্পের তীব্রতায় অনেকের ঘুম ভেঙে যায়। তার কিছু পর থেকেই বাজতে শুরু করে সুনামি সতর্কতা। শুধু টোঙ্গা নয়, তার আশপাশের অন্যান্য দ্বীপরাষ্ট্রগুলিতেও সুনামির স্রোত আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সায়েন্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল টোঙ্গার পাঙ্গাই থেকে ১৩২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
পলিনেশীয় অঞ্চলে দ্বীপ রাষ্ট্র টোঙ্গা। মোট ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশে এক লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। এই জনসংখ্যার বেশির ভাগই দেশটির মূল দ্বীপ টোঙ্গাটাপুতে বসবাস করেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :