পুতিনে ‘বিরক্ত’ ট্রাম্প

ইউক্রেইনে শান্তি নিয়ে কাজ চলছে, জানাল ক্রেমলিন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৯:৪৭ এএম
ইউক্রেইনে শান্তি নিয়ে কাজ চলছে, জানাল ক্রেমলিন

ঢাকা : রুশ প্রেসিডেন্টের ওপর ‘বিরক্তি’ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মস্কোর তেলের ক্রেতাদের ওপর শুল্ক আরোপের ইঙ্গিত দেওয়ার পর ক্রেমলিন বলেছে, ইউক্রেইনে শান্তি স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য একাধিক ধারণা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কাজ করছে।

দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার দিকেও নজর দিচ্ছে, সোমবার ক্রেমলিন এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে সমালোচনা করায় তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন।

রাশিয়াকে মানানো না গেলে তাদের তেলের ক্রেতাদের ওপর ২৫ থেকে ৫০ শতাংশ ‘সেকেন্ডারি শুল্ক’ আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

অবশ্য পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি পুতিনকে নিয়ে হতাশ হলেও সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

আমার মনে হয় আমরা অগ্রসর হচ্ছি, ধাপে ধাপে।

ট্রাম্পের মন্তব্য নিয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে এবং ট্রাম্পের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে পুতিন সর্বদা প্রস্তুত।

আমরা আমেরিকার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, বিশেষ করে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে, আগের মার্কিন প্রশাসনের সময়ে যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পাশাপাশি, আমরা ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় নানান ধারণার বাস্তবায়ন নিয়েও আমরা কাজ করছি। এই কাজও চলছে, তবে এ নিয়ে আপনাদেরকে বলার মতো কিছু এখনও হয়নি। এ কাজে বেশ সময় যাচ্ছে, সম্ভবত এর নানামুখী জটিলতার কারণেই এমনটা হচ্ছে, বলেছেন তিনি।

ট্রাম্প-পুতিনের মধ্যে ফোনালাপ প্রয়োজনে ‘স্বল্প সময়ের নোটিসেই’ আয়োজন করা সম্ভব, তবে চলতি সপ্তাহে এমন কোনো আলাপের সময়সূচি ঠিক হয়নি, বলেছেন পেসকভ।

এমটিআই

Link copied!