ঢাকা : বিশ্বজুড়ে বাণিজ্য অংশীদারদের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর বৃহস্পতিবার চীন অবিলম্বে এ শুল্ক আদেশ বাতিলের আহ্বান জানিয়েছে। নিজের স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেয় দেশটি। খবর রয়টার্স
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে। কিন্তু তাদের নতুন শুল্ক নীতি বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার ভারসাম্যকে উপেক্ষা করছে। চীন এর তীব্র বিরোধিতা করছে এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেবে।
চীন বলছে, অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বজুড়ে একটি সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অর্থনীতিকে বিপন্ন এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলাকে বিপর্যস্ত করবে বলেও মনে করছে দেশটি।
বুধবারের ঘোষণায় চীনের ওপর বিশেষভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর আগে গত মাসে চীনের সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কারোপ করেছিল যুক্তরাষ্ট্র। এতে চীনা পণ্যে মার্কিন শুল্ক দাঁড়াবে ৫৪ শতাংশে, যা ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় বলা ৬০ শতাংশ শুল্ক হুমকির কাছাকাছি।
এই নতুন শুল্ক ব্যবস্থা ৬ এপ্রিল থেকে কার্যকর হবে, যেখানে প্রাথমিকভাবে ১০ শতাংশ সাধারণ শুল্ক আরোপ করা হবে, এরপর ৯ এপ্রিল থেকে বাকি ২৪ শতাংশ ‘প্রতিশোধমূলক শুল্ক’ কার্যকর হবে।
এ ছাড়া, ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে ‘ডি মিনিমিস’ শুল্ক ছাড় বন্ধ করে দিয়েছেন, যার ফলে চীন ও হংকং থেকে কম মূল্যের পণ্য শুল্ক মুক্তভাবে মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে না।
চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আগে ২০১৭ সালে চীন ১৫৪ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনেছিল এবং গত বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ বিলিয়ন ডলারে।
এমটিআই
আপনার মতামত লিখুন :