ঢাকা : যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সব শুল্কের অবসান ঘটিয়ে একটি ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ গড়ে তোলার পক্ষে এবার অবস্থান নিয়েছেন ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইইউ এবং বিশ্বের বাদবাকি দেশের পণ্যে একের পর এক শুল্ক আরোপের কয়েকদিন পর মাস্ক এই শুল্কবিহীন ট্রান্সআটলান্টিক মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ার কথা বললেন।
শনিবার (৫ এপ্রিল) ইতালির ফ্লোরেন্সে উপপ্রধানমন্ত্রী মাত্তিও সালভিনি ও তার কট্টর ডানপন্থি দল লিগ পার্টি আয়োজিত ভিডিও সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ইলন মাস্ক তার এই অবস্থান ব্যক্ত করেন।
তিনি বলেন, দিনশেষে, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ইউরোপ ও যুক্তরাষ্ট্র উভয়েরই শুল্কমুক্ত অবস্থার দিকে যাওয়া উচিত। এতে দু’য়ের মধ্যে একটি কার্যকর মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠবে।
ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ একটি নিবিড়, শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলবে এবং শুল্কমুক্ত অবস্থানে পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের বর্তমান নীতির সঙ্গে মাস্কের ভিন্নমত পোষণের এই প্রথম লক্ষণ দেখা গেল।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভার্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) পরিচালনা করেন ইলন মাস্ক। কেন্দ্রীয় সরকারের অপচয় কমাতে নানা পদক্ষেপ নেন তিনি। একইসঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাও।
শনিবারের ভিডিও সম্মেলনে মাস্ক ইউরোপ এবং উত্তর আমেরিকার মধ্যে মানুষের চলাচলে আরও বেশি স্বাধীনতা চান বলেও জানিয়েছেন।
তিনি বলেন, মানুষ ইউরোপে কাজ করতে চাইলে বা উত্তর আমেরিকায় কাজ করতে চাইলে, আমার মতে তাদেরকে তা করতে দেওয়া উচিত।” প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি ঠিক এই উপদেশই দিয়েছেন বলে জানান মাস্ক।
এমটিআই
আপনার মতামত লিখুন :