ঢাকা: বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাস করার পর চাকরির জন্য দীর্ঘ সময় ঘুরে বেড়ানো নতুন কিছু নয়। আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত সে বিষয়ে কোনো পরিসংখ্যান পাওয়া যায়না। তবে এর সংখ্যা যে একেবারে কম নয় সেটি দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল নিয়োগের সময়। হোক তা কোনো সংস্থা বা সরকারি কিংবা বেসরকারি।
চাকরির বাজারে ক্রমশ বেড়ে চলেছে প্রতিযোগিতা। একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হলে অনেকে আবেদন করেন। ফলে এইচআর বা ম্যানেজমেন্টের জন্য সঠিক প্রার্থী বিচার করা কঠিন হয়ে পড়ে।
আবেদনের ক্ষেত্রে সিভি বা রিজিউম গুরুত্বপূর্ণ একটি জিনিস। কোনো সংস্থা প্রার্থীর বিষয়ে জানতে পারে তার সিভি দেখেই। সঠিক সময়ে সিভি পাঠানোটাও কিন্তু একটা বড় ব্যাপার। তার উপর অনেক কিছু নির্ভর করে।
ছোট বা বড় প্রতিষ্ঠান যেমনই হোক না কেন, সিভি সেখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিতে পারে। কখন সিভি পাঠালে ভালো হয় এই প্রশ্ন যে কারোর মনে আসতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই যে প্রতিষ্ঠানে আবেদন করার কথা ভাবা হচ্ছে ওই প্রতিষ্ঠানের কাজের সময় সম্পর্কে অবগত থাকতে হবে।
কোনো প্রতিষ্ঠানের কাজের সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হলে অফিস খোলার এক ঘণ্টার মধ্যে সিভি পাঠালে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ওই সময়ে ই-মেইল বক্সের উপরের দিকেই থাকে সিভি।
বিভিন্ন চাকরির খোঁজ দেওয়া একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শেষে পাঠানো সিভিগুলোকে বেশি গুরুত্ব দেয় অনেক প্রতিষ্ঠানে। অফিস খোলার সময় বা বন্ধের সময় সিভি পাঠানো সব থেকে ভালো বলে মনে করেন সংস্থাটি। তবে বন্ধের দিন শুক্রবার সিভি না পাঠানোই ভালো।
ইউআর
আপনার মতামত লিখুন :