এবছরই আসতে পারে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০, ১১:০৯ এএম
এবছরই আসতে পারে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি

ঢাকা: চলতি বছরই বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) চাকরিপ্রত্যাশীরা পেতে পারেন সুখবর। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে সবুজ সংকেত পেলে ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হতে পারে।

করোনা পরিস্থিতিতে চাকরির অনেক পরীক্ষা থেমে থাকলেও সাধারণ বিসিএস পরীক্ষা আয়োজনে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে এরই মধ্যে শূন্যপদের চাহিদা জমা হয়েছে জনপ্রশাসনে।

এদিকে করোনার মধ্যে অন্যান্য ক্ষেত্রের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ থাকলেও স্বাস্থ্য খাতে একাধিক নিয়োগ হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বিসিএসে একটি নিয়োগও দিয়েছে সরকার। স্বাস্থ্য ক্যাডারে আরেকটি বিশেষ বিসিএস (৪২তম) আয়োজনের কার্যক্রম চলছে। 

এ সংক্রান্ত কিছু বিধি সংশোধনের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে সাধারণ বিসিএস নিয়েও কাজ চলছে পুরোদমে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, সাধারণ বিসিএস নেয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। চলতি বছরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আশা করি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের টার্গেট থাকে। যেহেতু করোনা বয়স ছাড় থেকে বিসিএসকে বাইরে রাখা হয়েছে তাই অন্যান্য বছরের মতো এবারও স্বাভাবিক সময় বিবেচনাতেই সাধারণ বিসিএস আয়োজনের কথা ভাবা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরো কিছু চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও চলছে। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে তা সম্পন্ন হবে বলে জানা গেছে। 

সোনালীনিউজ/এমএইচ

Link copied!