জনবল নিয়োগ দিচ্ছে আইসিডিডিআরবি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১২:৫২ পিএম
জনবল নিয়োগ দিচ্ছে আইসিডিডিআরবি

ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতিষ্ঠানটিতে রিসার্চ ইনভেস্টিগেটর পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আইসিডিডিআরবি

পদ: রিসার্চ ইনভেস্টিগেটর

পদসংখ্যা: অনির্ধারিত  

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ, পরিসংখ্যান, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস, বায়োস্ট্যাটিসটিকস, এপিডেমিওলজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পপুলেশন সায়েন্স, বায়োইনফরমেটিকস অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা এমপিএইচ ডিগ্রিসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। রিসার্চ ডিজাইন, প্ল্যানিং, মনিটরিং ও ইভ্যালুয়েশনে অভিজ্ঞ হতে হবে। রিসার্চ বাজেট ও ফান্ডিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও এসটিএটিএর কাজ জানতে হবে।

অভিজ্ঞতা: পাবলিক হেলথে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণায় অত্যধিক দক্ষতা ও আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশনা থাকলে অভিজ্ঞতা দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: বছরে বেতন ১৫ লাখ ৩১ হাজার ৯৭০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে কেয়ার সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ৩৪-৪২ বছর।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও Apply Online এ ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪

সূত্র: আইসিডিডিআরবির ওয়েবসাইট

এমটিআই

Link copied!