ঢাকা : বাবার সঙ্গে বইমেলায় এসে বাতিঘরের প্যাভিলিয়নে দাঁড়িয়ে ‘প্রিয়’ বিদেশি লেখকের একটি বইয়ের মূল সংস্করণ খুঁজছিলেন নবম শ্রেণির সর্বজয়া।
ধানমন্ডির কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী জানতেন না যে বইমেলায় শুধু কেবল বাংলাদেশি লেখকদের বই বিক্রি হয়। বিদেশি লেখকদের বইও বিক্রি হয়, তবে সেটা হতে হয় বাংলাদেশি কোনো লেখকের অনুবাদ করা।
অবশ্য ‘উপমা প্রকাশ’ নামের একটি স্টলে গিয়ে সেই নিয়মের ব্যত্যয় দেখে প্রশ্ন তোলেন সর্বজয়া; উত্তর জানতে চান স্টলের বিক্রয়কর্মীদের কাছে। তাদের জবাবে সন্তুষ্ট হতে না পেরে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিবের কাছেও যান সর্বজয়া।
বইমেলা কমিটির সদস্য-সচিব সরকার আমিন বলেন, সর্বজয়া যে স্টলের নিয়ম লঙ্ঘনের কথা জানিয়েছেন, আমরা সেই স্টলে খোঁজ নেব। বইমেলা নীতিমালা অনুযায়ীই চলবে। কেউ নিয়ম ভাঙলে মেলার নীতিমালা অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা শুরু হয় দুপুর ২টায়; চলে রাত ৯টা পর্যন্ত। এদিন সাপ্তাহিক এবং শবে বরাতের ছুটি থাকায় মেলায় ছিল জনস্রোত।
শুক্র ও শনিবার কেউ কেউ শিশুদের নিয়ে আসেন সকালের শিশুপ্রহরে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় এই শনিবার সকালে বইমেলার শিশুপ্রহর ছিল না।
এদিন সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে অমর একুশে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিচারক ছিলেন সুমন মজুমদার, প্রিয়াংকা গোপ ও রেজাউল করিম।
সন্ধ্যা নামতেই মেলার মাঠে হাঁটাও যেন দুষ্কর হয়ে যাচ্ছিল। ভিড় ঠেলে হাঁটার সঙ্গে বাড়তি বিড়ম্বনা ছিল ধুলাবালি। তবে এসব ‘প্রতিবন্ধকতা’ উৎসবে ভাটা ফেলতে পারেনি।
বন্ধুদের সঙ্গে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেলিম আহমেদ বলেন, বইমেলায় ঘুরতেও ভালো লাগে। আর বন্ধুরা সঙ্গে থাকলে তো অনেক আনন্দ হয়।
ভিড়ের মাঝে ছিল নানা অব্যবস্থাপনার চিত্রও। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মেলার ভেতরে হকারদের বিচরণও দেখা গেছে।
প্রবেশপথের সামনেই কোনো কোনো হকার অস্থায়ী দোকান নিয়ে বসে পড়েছেন। পুলিশ এসে সরিয়ে দিলেও কিছু সময় পর তারা আবারও দোকান নিয়ে বসেন।
এ বিষয়ে বইমেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক সেলিম রেজা বলেন, হকারদের বিষয়ে আমরা পুলিশকে আরও তৎপর হতে বলেছি।
এদিন মেলার লিটলম্যাগ চত্বরে 'ক্ষ্যাপা' নামের একটি স্টল থেকে বই চুরির অভিযোগও এসেছে।
ক্ষ্যাপার নির্বাহী সম্পাদক অপু মেহেদী বলেন, আমরা স্টলের টেবিলের নিচে বইগুলো রেখে যাই। কিন্তু আজ এসে বইগুলো পাইনি।
লিটলম্যাগ চত্বরে আরও কয়েকটি স্টল থেকেও বই চুরি হয়েছে বলে অভিযোগ করেন অপু মেহেদী।
এ বিষয়ে মেলা কমিটির সদস্য-সচিব বলেন, আমাদেরকে বিষয়টি এখনো কেউ জানায়নি। তবে আমরা খোঁজ নেব। মেলার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, তাদের আরও তৎপর হতে বলব।
মেলা পরিচালনা কমিটি জানিয়েছে, শনিবার মেলায় নতুন বই এসেছে ১৭৫টি। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৪২৭।
আলোচনা, গান ও আবৃত্তি : এদিন 'লেখক বলছি' অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শহীদুল্লাহ ফরায়েজী ও মহিবুর রহিম।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে হয় ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মুহম্মদ আবদুল বাতেন। আলোচনায় অংশগ্রহণ করেন তারেক রেজা ও মহিবুর রহিম। সভাপতিত্ব করেন আবদুল হাই শিকদার।
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন তারিফ রহমান ও জাহিদ হায়দার। আবৃত্তিতে ছিলেন সায়েরা হাবীব, শারমিন জুঁই ও শাহনাজ পারভীন লিপি।
এছাড়া ছিল সাংস্কৃতিক সংগঠন ‘শহীদ শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক একাডেমি’ ও ‘শিল্পবৃত্তের’ পরিবেশনা।
সংগীত পরিবেশন করেন ফারজানা আক্তার পপি, সুতপা সাহা, দীপ্র নিশান্ত, পার্থ প্রতীম রায়, মহুয়া মঞ্জরী, নাঈমা ইসলাম, আরিমা তাবাসসুম, শারমিন সুলতানা ও তানজীনা তমা।
বাদ্যযন্ত্রে ছিলেন জয়সিংহ রায় (তবলা), ইফতেখার হোসেন সোহেল (কিবোর্ড), মনিরুজ্জামান (বাঁশি) ও আবুল কাশেম (সেতার)।
রোববার যা থাকছে : রোববার (১৬ ফেব্রুয়ারি) বইমেলার ১৬তম দিন। মেলা শুরু হবে বিকাল ৩টায়; চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় মেলার মূলমঞ্চে হবে ‘জীবন ও কর্ম : জহির রায়হান’ শীর্ষক আলোচনা।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন কবি সহুল আহমদ। আলোচনায় থাকবেন মশিউল আলম এবং আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করবেন মাহবুব হাসান।
এমটিআই
আপনার মতামত লিখুন :