বরেণ্য লেখিকা জওশন আরা রহমান আর নেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৭:১৮ পিএম
বরেণ্য লেখিকা জওশন আরা রহমান আর নেই

ঢাকা: বরেণ্য লেখিকা জওশন আরা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। 

‘কাঁদতে আসিনি– ফাঁসীর দাবী নিয়ে এসেছি’; ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরীর সহধর্মিণী তিনি।

বৃহস্পতিবার বাদ মাগরিব উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার স্বামী ভাষাসংগ্রামী মাহবুব উল আলম চৌধুরীর কবরে তাকে দাফন করা হয়েছে।

আইএ 

Link copied!