সংস্কৃতি উপদেষ্টা

কবি হেলাল হাফিজের অবদান জাতি সবসময় স্মরণ করবে

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৮:২৯ পিএম
কবি হেলাল হাফিজের অবদান জাতি সবসময় স্মরণ করবে

ঢাকা: কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, কবি হেলাল হাফিজের অবদান জাতি সবসময় স্মরণ করবে।

কবির কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, কবি লিখেছিলেন, “কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা”। কিন্তু সেই কথা রাখা হয়নি বলেই জুলাই চব্বিশে রচিত হয়েছে সাহসের কবিতা।  

তিনি আরও বলেন, মাত্র অল্প কিছু কবিতা দিয়েই হেলাল হাফিজ বাংলাভাষার উল্লেখযোগ্য কবিদের মধ‍্যে নিজের জায়গা করে নিয়েছেন। তার অবদান জাতি সবসময় স্মরণ করবে।  

যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে মার যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।  

আইএ

Link copied!