নতুন বছরে জনগণের প্রত্যাশা

  • মো. আসাদুজ্জামান | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৬:৫৫ পিএম
নতুন বছরে জনগণের প্রত্যাশা

নতুন বছরে জনগণের প্রত্যাশা

নতুন বছরে
নতুন বাংলাদেশ 
নতুন নেতৃত্ব
জনগণ দেখতে চায়।

সঠিক ইতিহাস সংরক্ষিত হোক
যাঁর যা প্রাপ্য তাঁকে সে সন্মান দেয়া হোক।

আবেগ সম্বরণ করুন
সংবিধানে লাথি মারামারি বন্ধ করুন।

দোষ মানুষের সংবিধানের নয়।
উদ্ভট উদ্ভ্রান্ত চিন্তা ভাবনা মুছে ফেলুন।

শান্তি শৃঙ্খলা ও লাগামহীন দ্রব্যমূল্যের কারণে দেশের মানুষ খুব অস্বস্তি ও দূর্ভোগে আছে।
তাদের স্বস্তি ও দূর্ভোগ কিভাবে কমানো যায় সেটাই সরকারের প্রধান কর্তব্য। 
বিচার আচার চলতে থাকুক যথা নিয়মে।

গণতন্ত্র মনতন্ত্র সংস্কার কিছুই ধোপে টিকবে না যদি অর্থনীতি, ব্যাবসা বাণিজ্য বিনিয়োগ মার খায়।

পিছনের পঁচাগলা ইতিহাস বেশি টানাটানি না করে সামনে কি করে এগুনো যায় সেদিকে বেশি মনোনিবেশ করুন।

 

লেখক: সাবেক কর কমিশনার ও আহবায়ক কাঙ্ক্ষিত বাংলাদেশ।

Link copied!