তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • তিতুমীর কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৮:৪৪ পিএম
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পুরাতন কমিটির বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে পুরাতন কমিটিকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা প্রেসের নিউজ এডিটর তৌফিক অপু, তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী আল নুর। সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার ফয়েজ রেজা ও সাবেক সহ-সভাপতি আহমেদ ফেরদাউস।

প্রধান অতিথির বক্তব্যে তৌফিক অপু বলেন, ক্যাম্পাসে ভালোভাবে সাংবাদিকতা করলেই পরে সারা দেশব্যাপী সাংবাদিকতা করা যায়। এতে সাংবাদিকতার সকল ধরনের অভিজ্ঞতা অর্জন হয়। এছাড়া বিভিন্ন নিউজগুলোকে পাঠকের আগ্রহের মত ফিচার করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আল নুর বলেন, জেকেজি কান্ডের আমি প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী। সেসময় পুরো দেশের মিডিয়া আমাদের বিপক্ষে ছিল, কিন্তু একমাত্র সাংবাদিক সমিতি পুরো সত্য বিষয়টি সকলের সামনে নিয়ে এসেছে। এইজন্য সাংবাদিক সমিতিকে অনেক ধন্যবাদ। আশা করি নতুন কমিটি তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ফয়েজ রেজা বলেন, সাংবাদিক সমিতির বিগত দিনের কার্যক্রম কম হলেও, নতুন কমিটির কার্যক্রম আরও ভালো হবে এবং প্রতি সপ্তাহে কর্মশালা আয়োজন করতে হবে।

অনুষ্ঠানে সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ ও বর্তমান সভাপতি সাহেদুজ্জামান সাকিবের মধ্যে দায়িত্ব হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠনগুলোর নেতৃবৃন্দ নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

এসএস

Link copied!