৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জনকে রদবদল

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৩:০৮ পিএম
৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জনকে রদবদল

ঢাকা: নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া, ৪ জন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগ ও বদলী চলমান প্রক্রিয়া; বিশ্বাসযোগ্য তথ্যপ্রমানের ভিত্তিতে পদায়ন ও বদলী চলমান থাকবে। 

এদিকে, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃতে এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আইএ 

জাতীয় বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!