নতুন উপদেষ্টা ৩ জন, দুজন পাচ্ছেন সহকারীর মর্যাদা 

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৭:০৬ পিএম
নতুন উপদেষ্টা ৩ জন, দুজন পাচ্ছেন সহকারীর মর্যাদা 

ঢাকা: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন নতুন আরও ৫ সদস্য। এদের মধ্যে ৩ জন উপদেষ্টা এবং দুজন পাচ্ছেন সহকারী উপদেষ্টার পদ। 

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন তারা শপথ নেবেন। যদিও নতুন করে তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

সূত্রে জানা গেছে, নতুন বাণিজ্য উপদেষ্টা হচ্ছেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং উপদেষ্টা হিসেবে শপথ নেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। 

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সায়েদুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা হচ্ছেন সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী। 

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। তারপর আপিল বিভাগের মতামত নিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বর্তমানে উপদেষ্টা পরিষদের ২১ জন উপদেষ্টা রয়েছেন।

আইএ

Link copied!