সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূস কুশল বিনিময়

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৪:৩৩ পিএম
সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূস কুশল বিনিময়

ফাইল ছবি

ঢাকা: সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। অন্যদিকে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন খালেদা জিয়া। সেখানে সাক্ষাৎ হলে একে অপরের সঙ্গে কুশল বিমিনয় করেন খালেদা জিয়া ও ড. ইউনূস।

খালেদা জিয়া ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে কিন্তু আমরা কেউ কারও শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান। কেউ কারো উপরে না এবং কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।’

তিনি বলেন, ‘বৈষম্যহীন, শোষনহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়।’

আইএ

Link copied!