আশা উপদেষ্টা সাখাওয়াতের

ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৭:১৬ পিএম
ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে

বরিশাল : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারতের মতো একটি বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এদেশের মানুষ কিন্তু ভারতবিরোধী নয়, তাই আমরা আশা করি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে। তবে এটা ভালো বলতে পারবেন পররাষ্ট্র উপদেষ্টা।’

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন, পুলিশ নিয়ে হাজির ইউএনওঅনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন, পুলিশ নিয়ে হাজির ইউএনও
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা দেশের মানুষের সম্পর্ক, একজন নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের সঙ্গে ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য তৈরি।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা আমাদের দেশের জনগণের সম্পর্ক, আর তা কখনো পরিবর্তন হওয়ার নয়। কোনো সরকারের পরিবর্তন হলে সেটা বড় কথা নয়, আমাদের জনগণের বন্ধুত্ব ও সহযোগিতা কখনো ক্ষতিগ্রস্ত হবে না।’

অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, তবে এর মধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, যেখানে দুই-একটি ক্ষেত্রে মালিক নেই, সেখানে সমস্যা হচ্ছে। তবে সরকার ইতোমধ্যে এর সমাধানে কাজ করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার থেকে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এছাড়া ঋণ নিয়ে যে সমস্ত ফ্যাক্টরি ঋণ শোধ করতে পারেনি, তাদের নিয়ে সরকারের আলোচনা হচ্ছে। অনেক প্রতিষ্ঠান প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, কিন্তু সেই ঋণের কোনো এক টাকাও শোধ করা হয়নি। সরকার এরই মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং আশাকরি দ্রুত সময়ে এর সমাধান হবে।’

আইন প্রয়োগকারী সংস্থার আরও সক্রিয় ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আরও প্রোঅ্যাকটিভ হবে এবং হচ্ছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া হবে।’

নির্বাচন নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটি নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কী করা যাবে। নতুন নির্বাচন প্রক্রিয়ায় কাজ করতে দেয়া উচিত।’

ইসকন নিয়ে তিনি বলেন, ‘যাকে নিয়ে এত হইচই হচ্ছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ইসকন নিজেরাই বলেছে। আর আমি যেটা মনে করি, আমরা সবাই বাংলাদেশি, সেটাই আমাদের আসল পরিচয়। সেটি যে ধর্মেরই হোক না কেন। তবে কিছু লোক ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়। আশাকরি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌড়াতে থাকলে আমরা কখনোই এগোতে পারব না।’

নৌ রুটের নিরাপত্তা ও অবৈধ বাল্কহেড চলাচল রাতে বন্ধ করার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়ে ডিজি শিপিংকে বলা হয়েছে, তিনিও অবগত। তবে তার হাতে অনেক পরিদর্শক নেই। আমরা আরও পরিদর্শক আনতে যাচ্ছি। অন্যায় এবং আইন-বহির্ভূত কাজগুলো আমরা বন্ধ করবো।’

দুবাইয়ে মেরিনদের ভিসা কার্যক্রম বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা দুবাই সরকারের সাথে আলোচনা করেছি। আমাদের অ্যাম্বাসেডরও বলেছেন, তিনিও কাজ করছেন। আশা করছি, অচিরেই এটির সমাধান হবে।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সরকার তাদের চিন্তা থেকে এটি বন্ধ করেছে, আর আমরা আমাদের মেরিনারদের জন্য যেটা চাচ্ছি, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা শুধু দুবাই নয়, অনেক সময় সিঙ্গাপুরসহ অন্যান্য দেশেও এমনটা হয়। ভিসা দেওয়া না দেওয়া অন্য দেশের বিষয়, তবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দুবাইয়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা দুবাইতে যাদের জেলে দেয়া হয়েছিল, তাদের ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, যা সাধারণত দুবাইতে হয় না। আমরা আশাকরি, দুবাইয়ের বিনিয়োগ আমাদের দেশে আসবে, এবং সেটা খুব শিগগিরই হবে। ইকোনোমিকালি আমাদের দুবাইয়ের সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে উঠছে এবং উঠবে বলে আশা করি।’

বরিশালের উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বরিশালের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি করছে। একসময় বরিশালে স্টিমারের মাধ্যমে যাতায়াত হতো, এখন লঞ্চে যাতায়াত হচ্ছে। ভবিষ্যতে বড় স্পিডবোটেও ঢাকা থেকে বরিশাল আসা যাবে। যোগাযোগের এই উন্নতি থেমে থাকবে না, বরং আরও আধুনিক হবে।’

এমটিআই

Link copied!