জাতীয় নাগরিক কমিটির বিজয় র‍্যালিতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানকে স্মরণ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৪:৩৮ পিএম
জাতীয় নাগরিক কমিটির বিজয় র‍্যালিতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানকে স্মরণ

ঢাকা: জাতীয় নাগরিক কমিটি বিজয় র‍্যালি করেছে। র‍্যালিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে র‍্যালিটি শুরু হয়। বাংলামোটর মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।  

বিজয় র‍্যালিতে ঢাকার বিভিন্ন থানাসহ আশপাশের থানার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নিয়েছেন।  

র‌্যালিতে তারা ইনকিলাব জিন্দাবাদ! গোলামী না আজাদী, আজাদী। ৭১ মরে না, ২৪ হারে না। ৭১ এর শহীদরা, ২৪ এর শহীদরা লও লও লও সালাম। ৭১ এর পতাকা ২৪ দেবে পাহারা। ফ্যাসিবাদের দিন শেষে শান্তি এলো বাংলাদেশে। ফ্যাসিবাদের কবর দিন বিজয়ের শুভেচ্ছা নিন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার এ রকম একাধিক স্লোগান দেন।  

র‍্যালিতে উপস্থিত রয়েছেন- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।  

উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি একটি বাংলাদেশি রাজনৈতিক সংগঠন। সংগঠনটি ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদচ্যুতির পর জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পুনর্গঠনের জন্য ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি গঠিত হয় ৮ সেপ্টেম্বর। উদ্দেশ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ ও নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে সংবিধান সভা নির্বাচনে জনমত গঠন করা।

আইএ

জাতীয় বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!