স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতি বছরই চালু করা হবে ই-পাসপোর্ট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০১:২৮ পিএম
চলতি বছরই চালু করা হবে ই-পাসপোর্ট

ঢাকা : চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থান করা বিদেশিরা ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই।

এ সময় বাংলাদেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। বলেন, এক সময় চিন্তা করছিলাম, পুলিশ ভেরিফিকেশনটাই উঠায় দিব। শুধু আমরা কার্ডের (জাতীয় পরিচয়পত্র) ওপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনে জনগণের একটু হ্যারাসমেন্ট হয়...কিন্তু রোহিঙ্গার সমস্যার যে কথা বললেন, এটার কারণে জিনিসটা উঠানো যাচ্ছে না।

তাহলে পুলিশ ফেরিফিকেশন থাকছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন থাকছে, কি থাকছে না, এ বিষয়ে আমি এখনই বলতে পারব না। বাট যদি দেখা যায় যে, শুধু আমাদের আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ভেরিফিকেশন উঠায় দিব।’

এমটিআই

Link copied!