ঢাকা: রোজার ঈদের আগাম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার সকাল ৮টায় অনলাইনে এ কার্যক্রম শুরু হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম জানিয়েছেন, আজ ২৪ মার্চের টিকিট বিক্রির মধ্য দিয়ে আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। এবারও ঈদযাত্রার আগাম টিকেট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে।
ট্রেনে এখন ১০ দিন আগে টিকেট ছাড়া হয়। সেই হিসাবে শুক্রবার বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকেট। এরপর ধারাবাহিকভাবে ২৫ মার্চের টিকেট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকেট মিলবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট পাওয়া যাবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট মিলবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকেট বিক্রি হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকেট মিলবে ২০ মার্চ।
ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রির কারণে কেন্দ্রীয় স্টেশন ঢাকার কমলাপুর কোনো ভিড় নেই। স্বাভাবিক সময়ের মতোই শুক্রবার সকালে সেখানে যাত্রীদের আনাগোনা দেখা গেছে। ঈদের টিকেট চেয়ে কাউন্টারে কাউকে খোঁজ করতে আসতে দেখা যায়নি।
কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, সকাল ৮টা থেকে ঈদযাত্রার টিকেট বিক্রি শুরু হয়েছে। দিনের প্রথমভাগে পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে।
২০২৩ সালের রোজার ঈদের টিকেট বিক্রির মধ্য দিয়ে ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি শুরু করে রেলওয়ে। আর সার্ভারের চাপ কমাতে সকাল ও দুপুরে দুই শিফটে টিকেট বিক্রির প্রচলন শুরু হয় গত রোজার ঈদে।
এআর
আপনার মতামত লিখুন :