ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১১:৪৪ এএম
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

ঢাকা: ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ রোববার (১৬ মার্চ) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে শহরটি। সকাল ১১টা ৩ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৪২।

বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, আজ ১৭১ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মিসরের কায়রো। ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমাণ্ডু। ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর প্রজাতন্ত্র কিনশাসা। ১৫৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কাতারের দোহা।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এসআই

Link copied!