ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত আরও কিছু সমঝোতা স্মারক যুক্ত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
৭ টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে: অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায় ১ বিলিয়ন ডলারের সহায়তা, মানবসম্পদ উন্নয়নে সহায়তা, দুর্যোগ প্রশমনে সহায়তা, চীনা গ্রন্থকেন্দ্র প্রতিষ্ঠা, চীনের চিরায়ত সাহিত্য অনুবাদ ও প্রকাশ, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা এবং দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহায়তা নিয়ে সমঝোতা সই। তবে শেষ পর্যন্ত আরও দুই-একটি সমঝোতা সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরকালে কোনো চুক্তি সই হবে না। তবে কিছু সমঝোতা স্মারক সই হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। এটাই হবে প্রধান উপদেষ্টার প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার চীন সফরে ঘোষণা আসতে পারে। কেননা এই বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।
প্রধান উপদেষ্টা আগামীকাল ২৬ মার্চ চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
তিনি ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন। তিনি এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।
আগামী ২৮ মার্চ প্রধান উপদেষ্টা বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ পরিদর্শন। এছাড়া চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
আগামী ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূসকে ২৯ মার্চ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে পিকিং বিশ্ববিদ্যালয়। তিনি সেখানে বক্তব্য দেবেন। এরপর ওই দিনই প্রধান উপদেষ্টার দেশে ফিরবেন।
এম
আপনার মতামত লিখুন :