করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০, ০৩:৩৯ পিএম
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু

ফাইল ছবি

ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এটি সাম্প্রতিককালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। যখন করোনার দ্বিতীয় ঢেউ’র শঙ্কা করা হচ্ছে, এমন পরিস্থিতি মৃত্যের সংখ্যা বৃদ্ধি পেলো। এনিয়ে কোভিড-১৯ এ মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬ হাজার ২৫৪ জনে। 

মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২১২ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!