কাবা শরিফকে ভাস্কর্য বলে মামলা খেলেন মাওলানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২০, ০৪:১০ পিএম
কাবা শরিফকে ভাস্কর্য বলে মামলা খেলেন মাওলানা

ঢাকা: পবিত্র ইসলাম ধর্ম এবং কাবা শরিফকে নিয়ে অপব্যাখ্যা করার অভিযোগে সম্মিলিত ইসলামী জোট সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে আরিফুর রহমান নামের এক সাংবাদিক মামলাটি দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী আলফেহ সানী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আদালত বাদির জবানবন্দি গ্রহণ করেন। এরপর আদালত মামলার অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামী জিয়াউল হাসান নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের এক টকশোতে বলেন, ‘আমাদের কাবা শরিফ যেটা বাইতুল্লাহ শরিফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু (ভাস্কর্য)। আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপর আমরা শয়তানকে যে পাথর নিক্ষেপ করি, সেখানে কিন্তু শয়তান থাকে না। সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি।’

আসামির এরূপ বক্তব্য রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা দিয়ে বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে।

সোনালীনিউজ/আইএ

Link copied!