১০ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২০, ১১:১২ এএম
১০ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ঢাকা: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু করেছে। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে থাকা ৪টি ফেরিও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সোমবারের মতো মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল করতে পারেনি। সকাল থেকে প্রায় সাড়ে ৯টা পর্যন্ত লঞ্চ-স্পিডবোট বন্ধ ছিল। নৌপথে কুয়াশার পরিমাণ কমতে থাকলে লঞ্চ চলাচল শুরু করে।

এদিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহন, বাস ও ছোট গাড়ি মিলিয়ে কমপক্ষে তিন শতাধিক যানবাহন আটকে আছে।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!