টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় চিকিৎসা দেবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ০১:৪৭ পিএম
টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় চিকিৎসা দেবে সরকার

ঢাকা : করোনা টিকা প্রদানে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে  কথা জানান।

টিকা প্রদানের প্রস্তুতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা টিকা দেওয়ার জন্য ৪২ হাজার কর্মীকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। টিকা প্রদানের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সেখানেই চিকিৎসা করা হবে।

টিকা আনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৫-২৬ জানুয়ানি নাগাদ টিকা আসার কথা রয়েছে। টিকা আসার এক সপ্তাহের মধ্যেই বিতরণ শুরু হবে।

মন্ত্রী বলেন, ২৬ জানুয়ারি টিকার প্রথম চালান দেশে আসবে। ভারত সরকার কিছু টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দিচ্ছে।

মন্ত্রী আরও জানান,  ভারতের সেরাম প্রতিষ্ঠান থেকে ৪ ডলার করে টিকা কিনছে সরকার। এর মধ্যে ১ ডলার ধরা হয়েছে টিকা আনা এবং সংরক্ষণ খরচের ব্যয়। তবে উৎপাদন খরচ কম হলে, দাম কমতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!