১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীন নৌযান বন্ধ রাখার নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ০৭:৫৫ পিএম
১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীন নৌযান বন্ধ রাখার নির্দেশ

ঢাকা: চলমান লকডাউন আরও ৭ দিন বাড়ানোর পর সারাদেশে যাত্রীবাহী নৌযান বন্ধের সময়সীমাও বাড়ানো হয়েছে। 

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে চলাচলকারী সকল ধরনের অভ্যন্তরীন নৌযান (লঞ্চ, স্পীডবোট, ট্রলার, অন্যান্য) চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলো। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

এর আগে চলমান কঠোর লকডাউন আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 সোনালীনিউজ/আইএ

Link copied!