বিধিনিষেধ আরও চার দিন শিথিলের পরামর্শ

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:০৩ পিএম
বিধিনিষেধ আরও চার দিন শিথিলের পরামর্শ

ঢাকা : আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা, যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য দমনে চলমান বিধিনিষেধ শিথিলতার সিদ্ধান্ত আরও চার দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (১৪ জুলাই) এই দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি এক বিবৃতিতে বলেন, সরকার মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। ফলে সব ধরনের গণপরিবহন চালু করা হচ্ছে। এতে রাজধানীসহ দেশের মানুষ আজহা উদযাপনের জন্য গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশের রাস্তা ও গণপরিবহন সংকটের কারণে ঈদুল আজহার পরের দিন ২২ জুলাই মাত্র একদিনে গ্রামের বাড়ি থেকে রাজধানীতে বা কর্মস্থলে পৌঁছানো সম্ভব নয়। তাই বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত পুর্নর্বিবেচনা করে আগামী ২৬ জুলাই বাড়ানো দরকার।

তিনি আরও বলেন, ২২ জুলাই কর্মস্থলে ফেরার জন্য একদিনে সবাই রাস্তায় নামলে যানজট, গণপরিবহন, ফেরিঘাট, টার্মিনালে মানুষের গাদাগাদিতে ভোগান্তির শিকার হতে হবে। পাশাপাশি করোনার সংক্রমণ বেড়ে যাবে। এতে করে ১৪ দিনের কঠোর লকডাউনের অর্জিত ফলাফল শূন্যের কোটায় পোঁছাবে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!