ভাসানচরকে স্বীকৃতি, মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০২:০৪ পিএম
ভাসানচরকে স্বীকৃতি, মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য বানানো ভবন। ফাইল ছবি

ঢাকা : ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ। এ বিষয়ে সরকারের সঙ্গে জাতিসংঘ সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল।  

এই সমঝোতার ফলে ভাসানচরে খাদ্য ও পুষ্টি, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, চিকিৎসাসহ মানবিক কার্যক্রমে সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ।

শনিবার (৯ অক্টোবর) ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রমের বিস্তার বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আজ সকালে সমঝোতা স্মারকে সই করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন ও ইউএনএইচসিআরের প্রতিনিধি জোনাস ভ্যান ডেক ক্লাউ।

মিয়ানমারে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো শুরুতে আপত্তি তুললেও ভাসানচর ঘুরে দেখে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে। এর অংশ হিসেবেই ভাসানচরের রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত হলো ইউএনএইচসিআর।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!