ঢাকা : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যেতে যাত্রীদের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি পিসিআর টেস্ট করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, তারা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহারের কথা শুনেছেন। তবে এ সংক্রান্ত লিখিত কোনও আদেশ এখনও পাননি তারা।
করোনা প্রতিরোধে গত বছরের আগস্ট মাসে দেশটিতে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ নেওয়ার বাধ্যবাধকতার শর্ত দেয় আরব আমিরাত।
কিন্তু বাংলাদেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী। পরে প্রায় এক মাস নানান প্রতিবন্ধকতার পর বিমানবন্দরে চালু হয় আরটি পিসিআর টেস্টের ব্যবস্থা।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :