অর্থমন্ত্রীর বক্তব্যে হতাশ সরকারি কর্মচারীরা!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৬:১৪ পিএম
অর্থমন্ত্রীর বক্তব্যে হতাশ সরকারি কর্মচারীরা!

ঢাকা: সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা মহার্ঘ ভাতা প্রদানের কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তার এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের ন্যায্য দাবি জানানোর পর নির্বাচনের বছরে এসে  অর্থমন্ত্রীর এমন বক্তব্যে মন ভেঙেছে তাদের!  

সংসদে অর্থমন্ত্রী বলেছেন ‘অতীতে সরকারি কর্মচারীদের প্রতি বছর নির্ধারিত পরিমাণে বেতন বৃদ্ধির সুবিধা ছিল। কিন্তু ২০১৫ সালে ঘোষিত জাতীয় পে স্কেলে মূল বেতনের শতকরা হারে বেতন বৃদ্ধির বিধানের কারণে সরকারি কর্মচারীদের একটি নির্ধারিত হারে নির্দিষ্ট সীমা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি ঘটে, যা সর্বস্তরের কর্ম সরকারি কর্মচারীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে আসছে, বর্তমানে এ পে-স্কেলই বলবৎ। করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।’

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের জীবনমান স্বাভাবিক রাখতে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে নিত্যপূর্ণ বিতরণ কার্যক্রম চালু করেছে। জনসাধারণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাস্তব মুখী পদক্ষেপ গ্রহণে সরকার সচেষ্ট।এ পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষনার পরিকল্পনা নেই। 

অর্থমন্ত্রীর এই বক্তব্যে সকল স্তরের কর্মচারী বিশেষ করে ১১-২০ গ্রেডের কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

উল্লেখ্য, পাঁচ বছর পর পর সরকারি কর্মচারীদের পে-স্কেল হওয়ার কথা। সরকার সর্বশেষ পে-স্কেল দিয়েছে ২০১৫ সালে। তারপর থেকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ধারাবাহিকভাবে বেড়েই চলেছে, সে তুলনায় নিম্ন আয়ের কর্মচারীদের বেতন বাড়েনি। তারা এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় অর্থমন্ত্রীর এ ধরনের ঘোষণা কর্মচারীরা সহজভাবে মেনে নিতে পারছে না। গত দুইদিন সকল সরকারি দপ্তরে এটিই ছিল আলোচনার প্রধান বিষয়। তারা এ বিষয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেন। 

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ-এর মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, ‘আকস্মিকভাবে অর্থমন্ত্রীর এমন বক্তব্যে সরকারি কর্মচারীরা হতাশ হয়ে পড়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। বেতনের টাকায় তাদের ১০ দিনও ভালোভাবে চলে না। এঅবস্থায় অর্থমন্ত্রী বক্তব্যে কর্মচারীরা হতাশ এবং আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে এর প্রতিক্রিয়া ব্যক্ত করবো।’  

এই কর্মচারী নেতা বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান কর্মচারীদের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলেছেন এবং তিনি (প্রধানমন্ত্রী) কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি, ঠিক সেই মুহূর্তে সংসদে অর্থমন্ত্রী মহদয়ের এমন বক্তব্যে কর্মচারীরা আশাহত হয়েছে।তবুও আমরা বঙ্গবন্ধু কন্যার দিকে তাকিয়ে আছি, তিনি নিশ্চই সাধারণ কর্মচারীদের হতাশ করবেন না।’    

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ-এর সমন্বয়ক ও ১১ -২০ ফোরামের সভাপতি মো. লুৎফর রহমান বলেন, ‘‘এই মুহূর্তে পে-স্কেলের সম্ভাবনা নেই’ অর্থমন্ত্রীর এমন বক্তব্য দুঃখজনক, তবুও আমরা আশাবাদী। অর্থমন্ত্রীর বক্তব্য কৌশলও হতে পারে। এবিষয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি, আমরা তার সাক্ষাত প্রার্থী। তিনি জাতির জনকের কন্যা, তিনি আমাদের নিরাশ করবেন না। 

দাবি আদায় ঐক্য পরিষদ-এর আরেক সমন্বয়ক ও ১১ -২০ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্যে আমরা আশাহত। সংসদে অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্য কর্মচারীদের মনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, আমরা যারা কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে কাজ করছি তারাও এ ধরনের হৃদয় ভাঙ্গা বক্তব্য আশা করিনি।’

মাহমুদুল হাসান বলেন, ‘এই করোনাকালীন সময়ের মধ্যেও ভারত পাকিস্তানের মতো দেশ যদি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না? তারপরেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী মুখের পানে চেয়ে আছি, নিশ্চয়ই তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদের দুঃখ-দুর্দশার কথা খুব ভালোভাবে জানেন এবং এর একটি বিহিত করবেন। আমরা আশা করি আগামী অর্থবছরের পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করবেন ও অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা প্রদান করবেন।’

সোনালীনিউজ/আইএ

Link copied!