শীঘ্রই জাতীয় গ্রিডে যুক্ত হবে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৭:৩২ পিএম
শীঘ্রই জাতীয় গ্রিডে যুক্ত হবে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

ঢাকা : বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড হয়েছে। ফলে শীঘ্রই এই ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করতে পারবে।

বুধবার (২৮ জুন) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মুখপাত্র শামীম হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সকাল ৮টা ৫১ মিনিটে দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড হয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও শিগগিরই পরীক্ষা কার্যক্রম শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারবে।

বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালের এই বিদ্যুৎ লোডশেডিং কমাতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!