ঢাকা: বৈদ্যুতিক লাইনের ওপর দড়ি থাকার কারণে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে মেট্রোরেল। আজ বৃহস্পতিবার সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টায় মেট্রোরেল চলাচল শুরু হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনের মাঝামাঝি মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর কোনো বাড়ি থেকে দড়ি ফেলে রাখা হয়। পরে দড়িটি লাইন থেকে অপসারণ করে ৩০ মিনিট পরে মেট্রোর চলাচল শুরু হয়।
এর আগেও বিভিন্ন সময়ে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হয়েছে।
গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
এর মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ লাইনের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
এমএস
আপনার মতামত লিখুন :