গাজীপুরে সংঘর্ষের মধ্যে আহত শ্রমিকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১২:৪৬ পিএম
গাজীপুরে সংঘর্ষের মধ্যে আহত শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: গাজীপুরে গত চার দিন আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিতে আহত পোশাক শ্রমিক মো. জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কোনাবাড়ীর জরুন এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন।

৪২ বছর বয়সী জালাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গত বুধবারের ওই সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হল। আঞ্জুয়ারা খাতুন নামের ২৪ বছর বয়সী এক পোশাক শ্রমিক সেদিনই এই হাসপাতালে মারা যান।

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চাঁন মিয়ার ছেলে জালাল গাজীপুরের ইসলাম গার্মেন্টেসের এর সুপারভাইজার ছিলেন। তিনি সপরিবারে জরুন এলাকার ফজল মোল্লার বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন।

আর আঞ্জুয়ারা একই কারখানার সেলাই মেশিন অপারেটর ছিলেন।

মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকার গার্মেন্ট কারখানা অধ্যুষিত এলাকাগুলোতে শ্রমিক বিক্ষোভ চলছিল। এর মধ্যে সরকার ন্যূনতম মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণা দিলেও শ্রমিকদের কয়েকটি অংশ মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যায়।

এর অংশ হিসেবে গত বুধবারও গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হন ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার জালাল। ওই ঘটনার পর থেকে ইসলাম গার্মেন্টেসের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

ওয়াইএ

Link copied!